November 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 20th, 2025, 1:17 am

নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

ফাইল ফটো

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোটচওয়ে। প্রথমবারের মতো তার সরকারি এ সফর আগামী ২০-২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনের পূর্বমুহূর্তে এ সফরকে অত্যন্ত কৌশলগত ও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, রাজনৈতিক দলগুলোর নেতারা, প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন দেশের হাইকমিশনার ও কূটনৈতিক প্রতিনিধির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ আলোচনাগুলোতে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে কমনওয়েলথের সহযোগিতা কীভাবে আরও জোরদার করা যায়—তা প্রধানভাবে গুরুত্ব পাবে। পাশাপাশি মহাসচিব কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনাও উপস্থাপন করবেন, যার তিনটি মূল স্তম্ভের একটি গণতন্ত্র-অগ্রগতি।

তিনি বাংলাদেশের জন্য কোন ধরনের সহায়তা সবচেয়ে কার্যকর হতে পারে—সে বিষয়েও মতামত সংগ্রহ করবেন। নির্বাচন ঘিরে সংলাপ, আস্থা ও সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এ সফরকে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচনা করছেন পর্যবেক্ষকরা।

ঢাকা সফরের আগে এক বিবৃতিতে মহাসচিব বোটচওয়ে বলেন, ‘স্বাধীনতার পরপরই কমনওয়েলথে যোগ দেওয়া বাংলাদেশ সংগঠনটির জন্য এক গুরুত্বপূর্ণ অংশীদার।’

তাঁর ভাষায়, ‘কমনওয়েলথ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের একটি শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে, যা আগামী বছরের নির্বাচনের আগে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আমাদের অঙ্গীকার হলো বাংলাদেশে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে পাশে থাকা, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার ও স্বাধীনতা সম্মানিত হবে।’

মহাসচিব বোটচওয়ে আরও বলেন, ‘বাংলাদেশ যখন ভোটের প্রস্তুতি নিচ্ছে, তখন তিনি দেশের জনগণের মঙ্গল কামনা করেন এবং গণতান্ত্রিক যাত্রায় কমনওয়েলথের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, কমনওয়েলথ মহাসচিবের সফরটি গত মাসে বাংলাদেশে আসা কমনওয়েলথের প্রাক-নির্বাচনি মূল্যায়ন দলের মিশনের স্বাভাবিক ধারাবাহিকতা। দলটি দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক অংশীজনের সঙ্গে বৈঠক করে আসন্ন নির্বাচনের সামগ্রিক পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করেছিল।

এনএনবাংলা/