নির্বাচনের আগে বা নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটের তারিখ নির্দিষ্ট করে দেওয়া হয়নি। সরকার আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যেকোনো সময় গণভোট অনুষ্ঠিত হতে পারে। “আমরা কোনো নির্দিষ্ট দিনক্ষণ বেঁধে দিইনি, বিষয়টি সরকারের হাতে ছেড়ে দিয়েছি,” তিনি যোগ করেন।
তিনি আরও বলেন, সরকার কীভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে পারে, সে বিষয়ে কমিশন সুপারিশ দিয়েছে। এসব সুপারিশের মধ্যে কোনগুলো অধ্যাদেশের মাধ্যমে এবং কোনগুলো আদেশের (অর্ডার) মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, তা আলাদা করে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক রীয়াজ জানান, ছয়টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছিল। পরে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে এসব প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। রাজনৈতিক দলগুলোর মতামত, বিশেষজ্ঞদের পরামর্শ এবং কমিশন সদস্যদের অভিজ্ঞতা মিলিয়ে চূড়ান্ত সুপারিশ তৈরি করা হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ও জরুরি অবতরণ স্থগিত
নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
নভেম্বরে গণভোট দাবিসহ ইসিতে ১৮ দফা প্রস্তাব জামায়াতের