December 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 29th, 2025, 5:11 pm

নির্বাচনের পর বাংলাদেশের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করবে পাকিস্তান: ইসহাক দার

ছবি: বিবিসি

 

২০২৫ সালে পাকিস্তানের বিশ্বব্যাপী কূটনৈতিক তৎপরতার একটি ‘সারসংক্ষেপ’ তুলে ধরেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এতে বাংলাদেশ প্রসঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক পুনরুজ্জীবিত হচ্ছে, যা তিনি আখ্যা দিয়েছেন একটি ‘বড় আইস-ব্রেকিং অগ্রগতি’ হিসেবে।

শনিবার (২৭ ডিসেম্বর) পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন–এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসহাক দার তাঁর সাম্প্রতিক বাংলাদেশ সফরের অভিজ্ঞতা স্মরণ করে জানান, ৩৬ ঘণ্টার এই সফরে পাকিস্তানের প্রতি বাংলাদেশের সদিচ্ছার শক্ত ইঙ্গিত তিনি পেয়েছেন। তিনি বলেন, ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর ইসলামাবাদ ঢাকার সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করবে।

ইসহাক দার আরও বলেন, ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার বাংলাদেশ সফর করেছিলেন, তবে সে সময় বাংলাদেশের ‘পাকিস্তান-বিরোধী’ সরকারের কারণে কোনো কার্যকর আলোচনা সম্ভব হয়নি।

বাংলাদেশ সফর সম্পর্কে তিনি বলেন, ‘আমার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফর অত্যন্ত আকর্ষণীয় ছিল। আমি প্রধান নির্বাহী (প্রধান উপদেষ্টা), পররাষ্ট্রমন্ত্রী (পররাষ্ট্র উপদেষ্টা) এবং মন্ত্রিসভার একাধিক উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি।’

পাকিস্তানের কূটনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে ইসহাক দার বলেন, সংকটকালে পাকিস্তানের কূটনীতি সক্রিয় ও কার্যকর ভূমিকা রেখেছে। তাঁর ভাষায়, এটি প্রমাণ করে যে, পাকিস্তান চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করতে পারে এবং নীতিনিষ্ঠভাবে যুক্ত থেকে আন্তর্জাতিক পরিসরে কার্যকর বার্তা পৌঁছে দিতে সক্ষম।

এনএনবাংলা/