পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে সমর্থন দেবে।
তিনি বলেন, ‘আমেরিকা খুবই বাস্তববাদী সরকার। ১৯৭১ সালে আমেরিকা আমাদের সঙ্গে ছিল না, কিন্তু বিজয় অর্জনের পর জাতিসংঘের সদস্যপদ পাওয়ার জন্য আমাদের সমর্থন করেছিল। আমরা আশা করি তারা অতীতের মতো সরকার গঠনের পরও বাংলাদেশকে সমর্থন করে যাবে।’
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল মাজারে নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘বিদেশিরা যদি ভালো পরামর্শ দেয়, আমরা তা গ্রহণ করব। তারা যদি আমাদের বিরুদ্ধে যায়, আমরা জানি কীভাবে তা মোকাবিলা করতে হয়।’
—-ইউএনবি
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান
তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া: ফারুক