রংপুর ব্যূরো: সংস্কারের নামে কালক্ষেপন বন্ধ করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা, আইন শৃংখলার চরম অবনতি রোধে কার্যকর ব্যাবস্থা গ্রহণ ও নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের মুল্য সহনীয় পর্যায় নিয়ে আসা সহ ৪ দফা দাবিতে রংপুরে সমাবেশ বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে রংপুর জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া। বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শামীম মিয়া, জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহা প্রমুখ।
বক্তারা, অন্তবর্তীকালিন সরকার দেশের আইন শৃংখলা পরিস্থিতির চরনম অবনিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন দেশে খুন, ছিনতাই রাহাজানি চলছে মানুষের নুন্যতম নিরাপত্তা নেই। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। দেশে চরম অস্থিরতা চলছে। এই সরকার সম্পুর্ণ ব্যর্থ হয়েছে। একমাত্র জনগনের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই পারে এই অবস্থা সামাল দিতে। সে কারনে দ্রুত সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের দাবি জানান বিএনপি নেতা।
এর আগে সমাবেশ ঘিরে দুপুর থেকে রংপুরের বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, কে বলেরে জিয়া নাই জিয়া ছাড়া বাংলা নাই, এ্যকশন এ্যাকশন ডাইরেক এ্যাকশন, খুনি হাসিনার চামচারা হুশিয়ার সাবধান, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করো, করতে হবে ইত্যাদি স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল।
আরও পড়ুন
গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয় শীর্ষক সম্মেলন
পাঁচ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ
কমলগঞ্জে শহীদ ও মাতৃভাষা দিবস পালিত