এস এ শফি, সিলেট :
নির্বাচনের দীর্ঘ ৪বছর পর শপথ নিলেন সিলেটের বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম।
দীর্ঘ আইনী জটিলতা অবসানের পর বুধবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁকে এ শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালে দেশব্যাপী নির্বাচনের অংশ হিসেবে ১১নভেম্বর বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে বালাগঞ্জ সদর ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি নেতা) আব্দুল মুনিম চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর আওয়ামী লীগ মনোনীত প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়ার পক্ষ থেকে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করা হয়। এরপর নানা আইনী জটিলতায় তৎকালীন নির্বাচিত পরিষদের সরকারি গেজেট এবং দায়িত্বগ্রহণ স্থগিত ছিল।
গত বছর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জুনেদ মিয়া তার লিখিত অভিযোগ প্রত্যাহার করেন। এর সূত্র ধরে বুধবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
এর আগে চেয়ারম্যান আব্দুল মুনিমের শপথগ্রহণের কথা থাকলেও তা সম্পন্ন হয়নি।
এ বিষয়ে আলাপকালে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মুনিম বলেন, সত্যের জয় হয়েছে। সকলের সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে বালাগঞ্জ সদর ইউনিয়নের নতুন পরিষদের কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন
বিকেএসপি’র ৩৫ তম ব্যাচের অভিনব বিদায়
হালুয়াঘাটে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
গঙ্গাচড়ায় দু-ব্যাবসায়ীক দোকানে ২২ হাজার টাকা জরিমানা