October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 22nd, 2025, 8:56 pm

নির্বাচনে এনসিপি পাবে ১৫০টি আসন, বিএনপি ৫০-১০০ এর বেশি না: নাসীরুদ্দীন

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি ৫০-১০০ এর বেশি আসন পাবে না। আর এনসিপি দলীয় প্রতীক হিসেবে শাপলা প্রতীক থেকে সরবে না।

আজ সোমবার বিকেলে রাজধানীর আঁগারগায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নিবন্ধন, প্রতীক ও প্রবাসী ভোটাধিকার নিয়ে কথা বলা হয়েছে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কমিশন আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

নাসীরুদ্দীন বলেন, আমরা আজকেও শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি। এই সিদ্ধান্ত থেকে সরছি না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনটি প্রতীকের মাধ্যমেই নিবন্ধন হতে হবে। এর ব্যত্যয় হবে না। ইসি না মানলে কীভাবে আদায় করতে হয় তা আমরা জানি।

এক বা একাধিক রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হলেও দলের নাম এনসিপিই থাকবে এবং এনসিপির প্রতীকই থাকবে বলেও জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ মুখ্য সমন্বয়ক।

অন্য রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দলের নাম এনসিপিই থাকবে, এনসিপির প্রতীকই থাকবে। অন্য দলের নাম-মার্কা ডিজলব হবে। এনসিপির আন্ডারে আরও অনেকগুলো দল আসছে। আমরা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি। অনেকগুলো দল, অনেকগুলো মত, অনেকগুলো ব্যানার এনসিপির ব্যানারে চলে আসবে।

প্রসঙ্গত, এনসিপি ও গণঅধিকার পরিষদ একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা চলছে বলে জানা গেছে। দল দুটির মধ্যে এই আলোচনা ইতিবাচক বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। এক্ষেত্রে ঐক্য বাধাগ্রস্ত হয় এমন কোনো মন্তব্য যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে না করা হয়, সেজন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন অনুরোধ জানান।

এনএনবাংলা/