জেলা প্রতিনিধি, ফেনী :
নির্বাচনে কারচুপি হলে আত্মহত্যা করার ঘোষণা দিলেন এক চেয়ারম্যান প্রার্থী। ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুল আরেফীন সম্প্রতি এমন ঘোষণা দিয়েছেন।
তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ঘোড়া প্রতীক নিয়ে এবার নির্বাচন করছেন। গত দুইদিন আগে তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। পরে শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় চর খোয়াজ গ্রামে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। বর্তমানে তিনি ঘোড়া প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এই ইউনিয়নের টানা দ্বিতীয়বারের চেয়ারম্যান। সোনাগাজী উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা হিসেবে সকলের কাছে পরিচিত। আগামী ২৬ ডিসেম্বর ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থী শামসুল আরিফীন ও আওয়ামী লীগের প্রার্থী উম্মে রুমাসহ ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মৌখিক বক্তব্যে বর্তমান চেয়ারম্যান শামসুল আরেফিন আরও বলেন, আমি দীর্ঘদিনের এই ইউনিয়নের নির্বাচিত এবং জনপ্রিয় চেয়ারম্যান। কিন্তু আমাকে হারানোর জন্য বর্তমান আওয়ামী লীগের লোকজন কারচুপি করার নানা নীলনকশা তৈরি করছে আর আমি সেটি বুঝতে পেরেছি। তিনি বলেন, আমি আওয়ামী লীগের ত্যাগী নেতা ছিলাম। কখনো বাণিজ্য করিনি। যার কারণে বাণিজ্য করতে না পারায় আমি মনোনয়নও পাইনি। যারা টাকা দিয়ে বাণিজ্য করেছে তারা মনোনয়ন পেয়েছে। তাদের কাছে আমি হার কোনোভাবেই মানতে পারছি না। যার জন্য আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি। আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। আমি এখনো মৌখিকভাবে বক্তব্য দিয়েছি। আমি লিখিত বক্তব্য রেডি করছি। শনিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিতভাবে বক্তব্য পাঠাবো। এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছেও লিখিতভাবে বক্তব্য পাঠাবো।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত