November 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 27th, 2025, 5:53 pm

নির্বাচনে তিন ধাপে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ইসি সচিব

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন ধাপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, নির্বাচনকে ঘিরে স্থায়ী (স্ট্যাটিক), মোবাইল ইউনিট এবং কেন্দ্রীয় রিজার্ভ—এই তিন ধরনের বাহিনী মাঠে থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে নির্দিষ্টসংখ্যক নিরাপত্তাকর্মীকে স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন স্থানে স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট থাকবে, আর মোবাইল চেকপোস্ট প্রয়োজন অনুযায়ী এক স্থান থেকে অন্য স্থানে সরবে। মোবাইল টিমগুলো টহলের মাধ্যমে কেন্দ্রগুলোতে নজরদারি চালাবে।

তবে একটি মোবাইল ইউনিট কতটি কেন্দ্র পর্যবেক্ষণ করবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আখতার আহমেদ বলেন, “সংশ্লিষ্ট বাহিনী ভৌগোলিক অবস্থা, সড়ক যোগাযোগসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে বিষয়টি নির্ধারণ করবে।” তিনি আরও জানান, কেন্দ্রীয় রিজার্ভ বাহিনী প্রধান শক্তি হিসেবে প্রস্তুত থাকবে এবং মোতায়েন পরিকল্পনার আগেই এই তিন স্তর চূড়ান্তভাবে ঠিক করা থাকবে। এর পাশাপাশি দ্রুতগতি ও কার্যকর প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন বিশেষ আঘাতকারী বাহিনী (স্ট্রাইকিং ফোর্স)ও মাঠে কাজ করবে।

ইসি সচিব জানান, বৈঠকে সব আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে প্রয়োজন হলে আলাদাভাবে ছোট আকারে আরও সভা করা হবে। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় পালন করবে। তারা পূর্বের মতোই নীতিমালা ও দিকনির্দেশনা দেবে, আর নির্বাচন কমিশন করবে সামগ্রিক সমন্বয় ও পর্যবেক্ষণ।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ভবনে একটি পর্যবেক্ষণ সেল গঠন করা হবে, যেখানে বিভিন্ন বাহিনীর প্রতিনিধিদের নিয়ে সমন্বয় কাঠামো তৈরি করা হবে। এই সেলে কতজন প্রতিনিধি থাকবে বা এর কাঠামো কেমন হবে, তা পরে নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মনোনীত প্রতিনিধিদের ভিত্তিতেই এ সমন্বয় কার্যক্রম পরিচালিত হবে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার এবং ইসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/