কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী ও যুবদের কার্যকর অংশগ্রহণ এবং নেতৃত্ব বিকাশের দাবিতে কুড়িগ্রামে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলা পরিষদ হল রুমে উদয়াঙ্কুর সেবা সংস্থার উদ্যোগে ইউরোপীয়ান ইউনিয়ন ও একশন এইড বাংলাদেশের সুশীল প্রকল্পের আওতায় এই সংলাপটি অনুষ্ঠিত হয়।
সংলাপের শুরুতে বিভিন্ন ব্যানার–ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র্যা লী জেলা পরিষদ থেকে শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে পুনরায় জেলা পরিষদে এসে শেষ হয়। র্যালীতে নারী, যুব, সিভিল সোসাইটি প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে সংলাপে বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষার্থীরা নির্বাচন সংক্রান্ত নানা প্রশ্ন করেন আমন্ত্রিত অতিথিদের। এতে নির্বাচনে পিভিসি ব্যানারোর ব্যবহার,গাছে পেরেক দিয়ে পোস্টার সাঁটানো, প্রচারণায় শিশুদের ব্যবহার,সাইবার বুলিং, ভোটদানে জোর করে টিপসই নেয়া ইত্যাদি নানান বিষয়গুলো উঠে আসে।
এছাড়াও সংলাপে নারী ও যুবদের অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং জবাবদিহিমূলক নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার নানা চ্যালেঞ্জ গুলো তুরে ধরা হয়। পাশাপাশি প্রথমবার ভোটদানকারী তরুণ-তরুণীদের উৎসাহিত করা, সংরক্ষিত নারী আসনের সীমাবদ্ধতা নিয়ে জনসচেতনতা তৈরির বিষয়টিও আলোচনা করা হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শফিকুর রহমান,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক হুমায়ূন কবির, জেলা সহকারি নির্বাচন অফিসার সালমা খাতুন,কুড়িগ্রাম হাবের সাধারণ সম্পাদক এম. রশিদ আলী,উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা হাবের সভাপতি সাইদা ইয়াছমিন।

আরও পড়ুন
কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতে দুটি ইট ভাটায় জরিমানা আদায়
মাদারগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের দাবিতে গণসমাবেশ
নাসিরনগরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন