October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 12th, 2025, 5:40 pm

নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করার দায়িত্ব আমার: নতুন জনপ্রশাসন সচিব

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তারা যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার দায়িত্ব নিজের বলে জানিয়েছেন নতুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

রোববার (১২ অক্টোবর) দুপুরে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আজই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি চুক্তিভিত্তিকভাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন।

আগামী জাতীয় নির্বাচনকে তিনি কতটা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন—এ প্রশ্নে এহছানুল হক বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশ, নির্বাচনটি হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনকালীন আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করবো। মাঠ প্রশাসনের কর্মকর্তারা যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, সেটা নিশ্চিত করা আমার দায়িত্ব—এই দায়িত্ব আমি নিয়েছি।’

নির্বাচনের আগে ডিসি ও ইউএনও পদে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এই বিষয়ে নীতি-নির্ধারক মহলের সঙ্গে আলোচনা করতে হবে। এখনই কিছু বলা ঠিক হবে না।’

এর আগে বিভিন্ন নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা ও শাস্তিমূলক পদক্ষেপের প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি আমাদের সুযোগ দেওয়া হয়, আমরা অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো। সাংবাদিকসহ সবার সহযোগিতা পেলে কর্মকর্তারা সর্বোচ্চ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা কোনো বড় সমস্যা নয়। জনগণ যদি নিরপেক্ষ নির্বাচন চায়, সেটি সম্ভব। আমরা চাইবো, নির্বাচনকালীন দায়িত্বে থাকা কর্মকর্তারা যেন সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে থাকেন।’

প্রশাসন সংস্কার প্রসঙ্গে তিনি জানান, ‘এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে; এখনই কিছু বলা যাচ্ছে না।’

কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ ‘প্রটেকশন’ দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, ‘প্রটেকশন মানে কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। কেউ যদি নিরপেক্ষতা বজায় না রাখেন, তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। যাদের রাজনৈতিক সম্পৃক্ততা প্রমাণিত হবে, তাদের নির্বাচনী দায়িত্ব থেকে বাদ দেওয়া হবে।’

এহছানুল হক আরও বলেন, ‘আমি কখনো দলীয় নির্দেশে কাজ করিনি, এখনো করি না, ভবিষ্যতেও করবো না।’

তিনি জানান, প্রধান উপদেষ্টা স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, প্রিসাইডিং অফিসাররা ক্ষমতাবান হবেন। তিনি যোগ করেন, ‘প্রিসাইডিং অফিসার তার ক্ষমতা প্রয়োগ না করলে তারও জবাবদিহি হবে। কোনো কেন্দ্রে গোলমাল হলে সেই কেন্দ্র সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে।’

এনএনবাংলা/