October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 27th, 2025, 5:00 pm

নির্বাচনে পক্ষপাত আচরণ বরদাশত করা হবে না : সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কর্মকর্তাদের পক্ষপাতিত্ব থেকে উপরে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনাররা।

কোনো ধরনের পক্ষপাতিত্ব আচরণ কমিশন বরদাশত করবে না। এমন আচরণের দায়ভার নিজেকেই বহন করতে হবে,’—বলেন তারা। এই বার্তা দেওয়া হয় শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’-এ। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও আঞ্চলিক পর্যায়ের প্রায় সাড়ে আটশ কর্মকর্তা অংশ নেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেন, কমিশন দৃশ্যমান ও অদৃশ্য অনেক বিষয় নিয়েও দায়িত্বশীলভাবে এগিয়ে যাচ্ছে। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “কোনো দলের পক্ষ হয়ে কাজ করার নির্দেশনা নির্বাচন কমিশন থেকে দেওয়া হবে না। বেআইনি কোনো নির্দেশনা থাকবে না। আগামী নির্বাচন একটি বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হবে, তাই বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে।”

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ উল্লেখ করেন, নির্বাচন ব্যবস্থার ক্রমহীন অবনতি নতুন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সর্বোচ্চ চ্যালেঞ্জের মুখে দাঁড় করাচ্ছে।

নির্বাচন কমিশনাররা কর্মকর্তাদের প্রতি বিশেষভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, এবারের নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনের নামে আর কোনো প্রহসন বর্জন করতে হবে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “১০ মাস ১০ দিনে কমিশন প্রমাণ করেছে আমাদের মেরুদণ্ড আছে। আমরা দৃঢ় সংকল্প নিয়ে কাজ করে যাচ্ছি—কারও প্রতি রাগ-অনুরাগে ভাজন হয়ে নয়।”

নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের ওপর একটি বড় আমানত। ইহকালেই যেমন এর খেসারত দিতে হবে, পরকালেও এর জবাব দিতে হবে।” তিনি আরও যোগ করেন, “আমাদের নির্বাচন ব্যবস্থার পিঠ ঠেকে গেছে। ভালো নির্বাচন করার কোনো বিকল্প নেই।”

সম্মেলনে নির্বাচন কর্মকর্তারা কমিশনের কাছে ভোটের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং পাশাপাশি নিজেদের বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরেন।

এনএনবাংলা/