October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 3rd, 2025, 8:15 pm

নির্বাচনে প্রার্থী চূড়ান্তের পথে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

 

আগামী বছর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনে প্রার্থী চূড়ান্তের পথে রয়েছে বিএনপি।

শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। অনেক আসনে ১০-১২ জন পর্যন্ত প্রার্থী রয়েছেন। বাছাই প্রক্রিয়া শেষ করে দ্রুতই প্রতিটি আসনে একক প্রার্থীকে মাঠে কাজের নির্দেশ দেওয়া হবে।’

তিনি আরও জানান, ‘নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে।’

গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সালাহউদ্দিন বলেন, ‘মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে।’

এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার দাবি বিএনপি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে। তবে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয় বিএনপি; এ বিষয়ে যা হবে তা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত।’

এনএনবাংলা/