হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভুগেন, তাদের কোন জন ভিত্তি নাই। জিয়া পরিবারের অবস্থান জনগণের হৃদয়ের মণিকোঠায়। তাঁদের ছবি দেখিয়ে বিএনপির ভোট সংগ্রহের প্রয়োজন হয় না। নির্বাচন আসলেই জনগণ তাঁদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বিএনপিকে নির্বাচিত করে।
তিনি আজ (১৯ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হলুয়াঘাটের দর্শা বাজারে গণসংযোগকালে পথসভায় আজ নির্বাচন কমিশনে বিএনপির নির্বাচনী প্রচারণায় শহীদ জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে এনসিপির প্রস্তাবে সমালোচনা করে এসব কথা বলেন।
পথসভার আগে তিনি বাজারে গণ সংযোগ করে তারেক রহমানের ৩১ দফা, জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং ধোবাউড়া-হালুয়াঘাটের উন্নয়নে তাঁর নিজস্ব কর্মসূচী সম্বলিত লিফলেট বিতরণ করেন।
পথসভায় তিনি বলেন, বিএনপি আইন মেনেই রাজনীতি করে। নির্বাচনের শিডিউল ঘোষণার পর আইন অনুযায়ী দলীয় প্রধানের ছবি নিয়েই বিএনপি নির্বাচনী প্রচারনায় অংশ নেবে। অতীতেও তা হয়েছে। আওয়ামী লীগ যেমন জিয়া পরিবার ও বিএনপির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে ভয় পেত। তেমনি নবীন-প্রবীণ অন্য দলও ভয় পায়। হিংসা করে কোনো কিছু অর্জন করা যায় না। নবীন দলকে তা অনুধাবন করার সক্ষমতা অর্জন করতে হবে।
তিনি জনধাধারণের প্রতি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি জনগণকে গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে দেবে এবং ছাত্র, শ্রমিক, কৃষক, যুবক, নারীসহ সকল শ্রেণী পেশার মানূষের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের একটি ফসলের সম্পূর্ণ উৎপাদন খরচ সরকার বহন করবে। ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য দামে উৎপাদিত পণ্য সরাসরি সরকারের কাছে বিক্রয় করতে পারবে। এ জন্য প্রতি ইউনিয়ণে একটি ধান ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে।খাল খনন করে সেচের ব্যবস্থা নেয়া হবে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্যদ্রব্য, বিনামূল্যে চিকিৎসাসেবা, বেকার ভাতা, প্রথম ১৮ মাসে এক কোটি কর্ম সংস্থানের সৃষ্টি করবে।
কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলমের সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান মহিউদ্দিন, উপজেলা বিএনপির নেতা মোরশেদ আলম, জেলা যুব দলের যুগ্ম সম্পাদক আবদুল মালেক বক্তব্য রাখেন।

আরও পড়ুন
প্রতিশোধ নয়,পরিবর্তনের রাজনীতিতেই বিশ্বাসী বিএনপি : আজিজুল বারী হেলাল
কুমিল্লায় ৪ ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, প্রধান অতিথি ধর্মবিষয়ক উপদেষ্টা
আমেরিকার নিউ ইউর্কে চট্টগ্রাম সমিতি’র উদ্যোগে ব্যারিস্টার মনোয়ার হোসেন সম্বর্ধিত