December 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 3rd, 2025, 5:00 pm

নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে থাকছে কিউআর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভুয়া সাংবাদিকদের শনাক্ত করতে কিউআর কোড ব্যবস্থার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ভুয়া সাংবাদিকরা যাতে কোনো ভোটকেন্দ্রে কার্ড নিয়ে প্রবেশ করতে না পারে, এজন্য আমরা কিউআর কোড ব্যবহার করছি। দেশের নির্বাচন ব্যবস্থা আগে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আমরা সেটি পুনরুদ্ধারের চেষ্টা করছি।

এই মন্তব্য তিনি আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) সাংবাদিকদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় করেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, সামনের নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক যাত্রার জন্য একটি ‘টোন সেটিং’। আমরা চাই দেশ যেন কেমন পথে এগোতে চায়, সেটা নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হবে। দেশের নির্বাচন ব্যবস্থা আগে অনেক অংশে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই আমরা এখন তা মেরামত করার চেষ্টা করছি। তবে এই কাজ একা কমিশন সম্পূর্ণ করতে পারবে না। জাতির স্বার্থে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সবাইকে দায়িত্বের প্রতি সচেতন থাকতে হবে।

তিনি আরও জানান, আমরা হিসাব করেছি একজন ভোটার গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নেবেন। ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর কোনো ব্যবস্থা নেই। আগামী রোববার (৭ ডিসেম্বর) কমিশনের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

কর্মশালার সভাপতিত্ব করেন ইটিআই মহাপরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান। এছাড়া ইসি সচিব আখতার আহমেদও অনুষ্ঠানে বক্তব্য দেন।

এনএনবাংলা/