December 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 23rd, 2025, 7:09 pm

নির্বাচনে ‘ম্যাজিস্ট্রেসি’ ক্ষমতা চায় পুলিশ

ফাইল ফটো

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে পুলিশ সুপাররা (এসপি) নির্বাচন কমিশনকে বিভিন্ন দাবির কথা জানিয়েছেন।

সম্মেলনে এসপিরা বলেন, “আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে আসামিসহ অবৈধ অস্ত্র উদ্ধার করছি। জনবল ও যানবাহনের ঘাটতির কারণে কার্যক্রমে চ্যালেঞ্জ রয়েছে। নির্বাচনের দিন অসুস্থ বা প্রতিবন্ধী ভোটারদের সহায়তা দেওয়ার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের রাখার সুপারিশ করছি। এছাড়া আমরা পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাই।”

পুলিশের পাশাপাশি তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বৃদ্ধি, বাজেট বাড়ানো এবং একই দিনে দুটি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সুনিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন। কারণ, একই দিনে দুটি নির্বাচন বড় চ্যালেঞ্জ মনে করছেন এসপিরা।

জেলা প্রশাসকরা জানিয়েছেন, “মাঠ পর্যায়ে বৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করা জরুরি। দূরবর্তী এলাকায় যাতায়াতের জন্য হেলিকপ্টার সহায়তা প্রয়োজন। এছাড়া এআই ও অপতথ্য প্রচারের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ চলছে। নিরাপত্তা জোরদার করতে সীমান্ত জেলাগুলোতে বাড়তি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্বাচনের প্রচারের সময়ও বাড়ানো দরকার।”

এসপিরা আরও জানান, আগের নির্বাচনের বাজেট বৈষম্যমূলক ছিল, তাই এবার যথেষ্ট বাজেট নিশ্চিত করতে হবে। তারা অব্যাহতভাবে ভোটারদের নিরাপদ এবং সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এনএনবাংলা/