গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত ও সমুন্নত রাখতে আসন্ন জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বিএনপি মহাসচিব বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে দলের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রায় ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং অনেককে গুম করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের ওপর দমন-নিপীড়ন শুরু হয়। তবে বাকশাল বিলুপ্তির পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন। তাঁর সময় থেকেই সংস্কারের যাত্রা শুরু হয়।’
নয়া দিগন্তের ভূয়সী প্রশংসা করে ফখরুল বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের সময়েও নয়া দিগন্ত নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও এই পত্রিকার সাংবাদিক ও কর্মীরা দেশের মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি আরও বলেন, ‘নির্বাচনের ঘোষণা ইতোমধ্যে দেওয়া হয়েছে। আশা করছি, সংস্কারের বিষয়গুলোও এর মধ্যে নিষ্পত্তি হয়েছে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা ফিরিয়ে আনা সম্ভব হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমান
সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা
ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি