ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে প্রথম দফায় ১৩৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম ও প্রগতিশীল ঘরানার ছয় দলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ’।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম।
গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের মধ্যে কয়েকজন নিজ নিজ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁদের মধ্যে রয়েছেন—
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক (ঢাকা-৮), গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), জেএসডির সহসভাপতি তানিয়া রব (লক্ষ্মীপুর-৪), জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন (ফেনী-৩), রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম (কিশোরগঞ্জ-৫) এবং ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু (জামালপুর-৫)।

২০১৮ সালের ৮ আগস্ট জেএসডি, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে ‘গণতন্ত্র মঞ্চ’ গঠন করে। পরে গণঅধিকার পরিষদ এই জোট থেকে সরে যায়।
জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের মিত্র দলগুলোর কাছ থেকে সম্ভাব্য প্রার্থী তালিকা চায়। এর পরিপ্রেক্ষিতে গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলো কয়েক দফা বৈঠক করে নিজ নিজ প্রার্থী তালিকা চূড়ান্ত করে।
আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা শেষে শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তালিকাটি বিএনপির কাছে হস্তান্তর করবে ছয় দলীয় এই জোট।
এনএনবাংলা/
আরও পড়ুন
সাবেক এমপি ইকবাল ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা
ঢাকায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
দেশে কর্মসংস্থান সৃষ্টিতে ১০ কোটি ডলার দেবে এডিবি