যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষক জিম বেটস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘অবাধ ও সুষ্ঠু’ বলে বর্ণনা করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি বলতে চাই, এটি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।’
তিনি আরও বলেন, ‘তারা যে বিষয়টি নিয়ে কথা বলছে তা হলো কম ভোটদান- এটি একটি ভুল ধারণা। কিছু দেশে বিকেল ৫/৬টা বা এমনকি কয়েক মাস পর্যন্ত ভোট গ্রহণ চলে।’
বেটস বলেন, ‘সুতরাং যখন তারা বলে ‘কম ভোটদান’, তখন এটি সংবাদমাধ্যমকে চাঙ্গা করার কিছু কৌশলমাত্র।’
বিদেশি পর্যবেক্ষকরা আজ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন।
এর আগে আরেক পর্যবেক্ষক বলেন,‘এই মুহূর্তে, এটি শান্তিপূর্ণ বলে মনে হচ্ছে। আশা করি সারাদিন এমনটাই থাকবে।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বর্তমানে ১২৭ জন বিদেশি পর্যবেক্ষক ঢাকায় অবস্থান করছেন।
—–ইউএনবি
আরও পড়ুন
৪ মাস শূন্য থাকার পর ডিএমপিতে নতুন ডিবিপ্রধান, দায়িত্বে ডিআইজি শফিকুল
জুলাই সনদ ও সংস্কার হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি: নাহিদ
সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক কাল