November 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 19th, 2025, 3:21 pm

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন করে তুলতে সেনাবাহিনীর সহায়তা অপরিহার্য।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে কোর্স–২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশসহ ২৪টি দেশের তরুণ সামরিক কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন তিনি।

ড. ইউনূস বলেন, দেশবাসীর বহু প্রতীক্ষিত নির্বাচনকে সত্যিকারের শান্তিপূর্ণ উৎসব হিসেবে আয়োজন করতে সেনাবাহিনীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, জুলাই মাসের গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা ছিল সময়োপযোগী ও যথার্থ, যার জন্য তিনি বাহিনীর প্রতি গভীর প্রশংসা জানান।

এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তানসহ বিশ্বের ২৪টি দেশের মোট ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণ শেষে তারা আশা প্রকাশ করেন যে অর্জিত নেতৃত্ব ও কৌশলগত জ্ঞান ভবিষ্যতে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করবে।

বাংলাদেশের এক অংশগ্রহণকারী অফিসার বলেন, ডিএসসিএসসিতে অর্জিত নেতৃত্ব, কৌশল ও আন্তর্জাতিক অভিজ্ঞতা জাতীয় যে কোনো সংকটে কার্যকর ভূমিকা রাখতে তাদের আরও সক্ষম করে তুলেছে।

চীনের এক অংশগ্রহণকারী মন্তব্য করেন যে বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান আন্তর্জাতিক মান বজায় রেখে প্রশিক্ষণ পরিচালনা করছে, এবং ২৩টি দেশের সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করেছে।

বাংলাদেশি আরেক অফিসার বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত সময়োপযোগী। আমরা যারা কোর্স সম্পন্ন করেছি, দেশ রক্ষা ও জাতীয় গুরুত্বপূর্ণ কাজে—যেমন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা—আমাদের সাধ্যমতো সর্বোচ্চ অবদান রাখতে প্রস্তুত।

এনএনবাংলা/