October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 6th, 2025, 6:42 pm

নির্বাচন ছাড়া জনগণের সরকার কায়েম হবে না-প্রিন্স

Oplus_16908288

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ইসলামী মূল্যবোধ ও ইসলামী রীতি,নীতি,সংস্কৃতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। অন্য ধর্ম-কর্মের স্বাধীনতা নিশ্চিত ও মূল্যবোধকেও বিএনপি সম্মান করে এবং তাদের সাংবিধানিক অধিকার রক্ষা করে।

তিনি আজ (৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে ধারা ইউনিয়নের আলেম, ওলামা, মাশায়েখ, ইমামদের সাথে মতবিনিময় সভায় বক্তব্যে এ কথা বলেন।

মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। কিন্তু ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি রক্ষা এবং পূর্ন স্বাধীনতায় বিশ্বাস করে। সংখ্যা গরিষ্ঠ মানূষের ধর্মীয় সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি সংবিধানের সূচনায় “বিসমিল্লাহির রাহমানির রহিম “ এবং ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে “ধর্মীয় মূল্যবোধ ও সর্ব শক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস “ সংযোজন  করেছিলেন। তিনি বলেন ধর্ম ভিত্তিক একটি রাজনৈতিক দল  বিএনপির বিরুদ্ধে অপ প্রচার করছে । ক্ষমতার জন্য তারা ভারসাম্যহীন অপ প্রচার করছে । তিনি বলেন , এরা এতদিন পরগাছার মতো রাজনীতি করেছে । আগাগোড়া বিএনপির ছত্র ছায়ায় রাজনীতি করে এখন এরা বিএনপির বিরুদ্ধে বিষোদগার করছে । জমায়াত ৫ আগস্টের পর রহস্যজনক কারণে একের পর এক জাতীয় স্বার্থ বিরোধী অবস্থান নিয়ে বিএনপির বিরুদ্ধে আওয়ামী স্টাইলে প্রোপাগান্ডা চালাচ্ছে ।

তিনি আরো বলেন, ময়মনসিংহ-১ আসন থেকে আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে তিনি ইমাম, মুয়াজ্জিনদের চাকুরী বিধি প্রণয়ণ ও সম্মানজনক বেতনভাতা প্রদান এবং মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ, বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ ও অন্যান্য সমস্যা সমাধানে সংসদে আইন প্রণয়নে সোচ্চার থাকবেন। বিএনপি সরকারে আসলে এ বিষয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে।

জনগণ পিআর পদ্ধতি বোঝে না। পিআর পদ্ধতি জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের অংশগ্রহণ থাকে না। সেখানে জনগণের  সার্বভৌমত্বের পরিবর্তে দলীয় কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা হবে। তাই জনগণ পিআর নয়, সনাতন পদ্ধতিতে প্রার্থী, মার্কা, দল দেখে কাগজের ব্যালটে সীল দিয়ে ভোট দিতে চায়। নির্বাচন ছাড়া জনগণের সরকারও কায়েম হবে না

উপজেলার মাঝিয়াইল মাদ্রাসার মুহতামিম পীরে কামেল হযরত মাওলানা নূর হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক আরফান আলী, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা আকবর আলী, মাঝিয়াইল মাদ্রাসার শিক্ষা সচিব হযরত মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সুলতান আহমেদ, মাহবুবুর রহমান, মাওলানা সিদ্দিক হোসেন, মাওলানা নুরুল ইসলাম, ডা. মোশারফ হোসেন, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা তোফায়েল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।