পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে তিনি নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) একাধিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আনোয়ার হোসেন মঞ্জু নিজেই।
তিনি জানান, ‘আমি অসুস্থ। পিরোজপুর-২ আসনে নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। তবে শারীরিক সমস্যার কারণে নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে এসেছি। সে কারণেই মনোনয়নপত্র জমা দিইনি।’ এর বাইরে অন্য কোনো কারণ রয়েছে কি না—এ বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি।
এর আগে গত বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের কার্যালয় থেকে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পিরোজপুর-২ (ভান্ডারিয়া–কাউখালী–নেছারাবাদ) আসনের জন্য ওই মনোনয়নপত্র নেওয়া হয়েছিল। সে সময় জেপির উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ যুবসংহতি, ছাত্রসমাজ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ ও প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, রোববার বিকেলে পিরোজপুরে আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর হওয়ার অভিযোগ এবং জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গণহত্যার অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘ছাত্র-জনতা’ ব্যানারে পিরোজপুরের সিও অফিস চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয় এবং সংশ্লিষ্টদের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়।
উল্লেখ্য, পিরোজপুর-২ আসন থেকে আনোয়ার হোসেন মঞ্জু মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় পার্টির সাবেক নেতা আনিসুল ইসলাম মাহমুদ (জাপা-একাংশ) এবং আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) নেতৃত্বে ১৮টি দল নিয়ে নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’ (এনডিএফ) আত্মপ্রকাশ করেছে। এই জোট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণাও দেওয়া হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো