সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্বাচন যতই বিলম্বিত হবে, শহীদের স্বপ্ন বাস্তবায়ণও ততই বিলম্বিত হবে। নির্বাচন ছাড়া শহীদের স্বপ্ন বাস্তবায়ণ সম্ভব নয়।শহীদের রক্ত ছুয়ে শপথ নিয়েছি, গণঅভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না, গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়ন করে বৈষম্যহীন বঞ্চনামুক্ত রাষ্ট্র গঠন করবো ইনশাআল্লাহ।
তিনি আজ (২৪ জুলাই) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও বাজারে ছাত্র গণঅভ্যুত্থানে নিহত ঘোষগাঁও নিবাসী শহীদ মোহাম্মদ শাজাহানের প্রথম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এর আগে এমরান সালেহ প্রিন্সসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা কালব্যাজ ধারণ করে কালো পতাকা নিয়ে মৌন মিছিল সহকারে ঘোষগাঁও এর জরিপা পাড়া গ্রামে শহীদ শাহজাহানের কবর জিয়ারত করেন এবং পুস্পস্তবক অর্পণ করেন। এসময় তিনি শহীদের মা, খালাসহ অন্যান্য আত্মীয় পরিজনের সাথে তাদের বাড়িতে সাক্ষাত করে সমবেদনা জানান ও খোঁজখবর নেন।
এছাড়াও এমরান সালেহ প্রিন্স আজ সকালে ধোবাউড়া উপজেলা কৃষক দলের ইউনিয়ন ভিত্তিক মতবিনিময় সভায় যোগ দিয়ে কৃষক দলকে প্রতিটি গ্রামে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে কৃষক দলের ওয়ার্ড সম্মলনে সমাপ্ত করার আহবান জানান।
স্মরণ সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, ছাত্র গণঅভ্যুত্থানের ঐক্যকে অটুট ও অক্ষুণ্ণ রেখে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ মসৃণ করতে হবে। গণ অভ্যুত্থানের শক্তি সমূহে বিভক্তি , অনৈক্য শহিদদের আত্মা কষ্ট পাবে। বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানাতে সমাজে অস্থিরতা, বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করার সুপরিকল্পিত যড়যন্ত্র চলছে।
জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপি প্রার্থী ছাড়া শুধু মার্কা দিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে শোরগোল তুললেও নিজের ঠিকই আগামী নির্বাচনের জন্য ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করে মাঠে ভোট চাইছে। এটা তাদের ভণ্ডামী রাজনীতির বহিঃপ্রকাশ।
তিনি আরো বলেন, অভ্যুত্থানের শক্তির মধ্যে অনৈক্য ও বিভেদের সুযোগে ফ্যসিবাদী শক্তি মাথাচারা দিয়ে উঠতে চাইছে। গত কয়কদিনের ঘটনা তাই প্রমাণ করে । ফ্যসিবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে । ফ্যসিবাদের প্রশ্নে কোন ছাড় নয়। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকবে।
বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের বীরের মর্যাদা দেয়। তাদেরকে বুকে ধারণ করে বিএনপি। জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসলে বিএনপি সকল শহীদকে বীরের মর্যাদা দেবে, তাদের এলাকার সংস্লিস্ট রাস্তা বা প্রতিষ্ঠানের নাম শহীদদের নামে নামকরণ করা হবে। আহতদের যথাযথ পুণর্বাসন ও সুচিকিৎসা প্রদান করা হবে।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজির সঞ্চালনায় ঘোষগাঁও বাজারে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে শহীদ শাহজাহানের মা সাজেদা খাতুন, খালা মাজেদা খাতুন, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহবায়ক ফরহাদ রব্বানী সুমন, জেলা যুবদলের সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব, ঘোষগাঁও ইউনিয়ন, বিএনপির আহবায়ক মোহাম্মদ শাজাহান, সদস্য সচিব আবদুল মতিন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাসউদ চৌধুরী, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, জেলা যুবদল সদস্য, সিরাজুল ইসলাম খান, নয়ন মিয়া, আজহারুল ইসলাম নাসিম, আল আমিন প্রমুখ।
সাইদুর রহমান রাজু
হালুয়াঘাট, ময়মনসিংহ
আরও পড়ুন
আমাকে মিথ্যা আসামী বানিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির রায় দেয়া হয়েছিল
খুলনা শিপইয়ার্ড সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
সখীপুরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তোলার অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে