August 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 31st, 2025, 8:22 pm

নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়

রংপুর ব্যুরো:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীবলেছেন রংপুর বিভাগের পিছিয়ে পড়া অর্থনীতি, বিনিয়োগ স্থবিরতা এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে জাতীয়ভাবে চিন্তা ও উদ্যোগ না নিলে দেশের সামগ্রিক উন্নয়ন অসম্ভব হয়ে উঠবে । তিনি বলেছেন দেশের বর্তমান সংকট নিরসনে একটি জনগণের ভোটে নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার এখন সময়ের দাবি।

গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই), রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে “রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরুর বলেছেন  “বাংলাদেশে এখন যে শাসনব্যবস্থা চলছে, তা জনগণ কিংবা ব্যবসায়ী সমাজের জন্য নয়। এই সরকার ক্ষমতা ধরে রাখতে প্রশাসন ও অর্থনীতিকে জিম্মি করে রেখেছে। একদিকে বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন, অন্যদিকে অর্থনীতির গতি থেমে যাচ্ছে। এর থেকে উত্তরণের জন্য প্রয়োজন একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন।”

তিনি আরও বলেন, “এই সরকার অনির্বাচিত হওয়ায় তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। ফলে জনস্বার্থ উপেক্ষিত থাকছে। অথচ একটি নির্বাচিত সরকার জনগণের দাবি-দাওয়ার প্রতি সংবেদনশীল থাকে এবং রাজনৈতিক স্থিতিশীলতাই দেশি-বিদেশি বিনিয়োগের ভিত্তি তৈরি করে।”

আমীর খসরু আশাবাদ ব্যক্ত করেন, “স্বৈরাচার পলায়নের পর মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তারা এখন বাস্তবায়ন দেখতে চায়, খালি প্রতিশ্রুতি নয়। বিএনপি সেই বাস্তবতার আলোকে পরিকল্পনা করছে। উত্তরাঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতে বড় আকারে বিনিয়োগ করা হলে লাখো তরুণ-তরুণীর কর্মসংস্থান সম্ভব।”

রংপুর চেম্বারের সভাপতি জনাব এমদাদুল হোসেন এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়বাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপাসন এর উপদেষ্টা  জিয়াউদ্দিন হায়দার, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) রংপুর মহানগর শাখার আহ্বায়ক মোঃ সামসুজ্জামান সামু, রংপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, রংপুর মহানগর শাখার সদস্যসচিব জনাব মাহফুজ উন-নবী-ডন ও রংপুর জেলা শাখার সদস্যসচিবব আনিছুর রহমান লাকু।

মত বিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় চেম্বারের পক্ষে নুরুজ্জামান বাবু, ঠাকুরগাও চেম্বারের পক্ষে সভাপতি এস এম সামছুজ্জামান (দুলাল),  দিনাজপুর চেম্বারের পক্ষে সভাপতি মোঃ আবু বক্কার সিদ্দিক, নীলফামারী চেম্বারের পক্ষে ফারহানুল হক, গাইবান্ধা চেম্বারের পক্ষে মঈনুল হাসান সাদিক, লালমনিরহাট চেম্বারের পক্ষে সভাপতি শেখ আব্দুল হামিদ, কুড়িগ্রাম চেম্বারের পক্ষে সোহেল হুসনাইন কায়কোবাদ, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পক্ষে নুরুল ইসলাম পটু, রংপুর উইমেন চেম্বারের পক্ষে শাহনাজ পারভীন শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক ভরসা। অনুষ্ঠানটি পরিচালনা করেন চেম্বারের সাধারণ সদস্য তানবীর হোসেন আশরাফী।

সভা শেষে বিএনপি নেতারা জানান, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে। তাঁদের লক্ষ্য রংপুর বিভাগকে দেশের অন্যতম অর্থনৈতিক হাবে পরিণত করা।##

 

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ