July 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 24th, 2025, 11:49 am

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে – রংপুরে রুমিন ফারহানা

রংপুর ব্যুরো: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি ১৭ বছর ধরে অংশগ্রহণমুলক, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে নির্বাচনের জন্য লড়াই করে আসছে। এখনও সেই লড়াই চলছে। কেননা বর্তমানে কোন নির্বাচিত সরকার নেই। আছে অনির্বাচিত অন্তবর্তিকালীন সরকার। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন জিয়া পরিবার ভালো থাকলে বাংলাদেশে মানুষও ভালো থাকে।

গতকাল বুধবার দুপুরে রংপুর শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে বিএনপির ৩১ দফা নিয়ে নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় এই মন্তব্য করেন তিনি। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু। কর্মশালায় আলোচনা করেন মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর, প্রফেসর মোর্শেদ খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।

মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামাস সামুর সভাপতিত্বে কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আবদুস সাত্তার পাটোয়ারী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফজলুর রহমান খোকন।

কর্মশালায় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা সভাপতি সাইফুল ইসলাম, মহানগর সদস্য সচিব মাহফজু উন নবী ডন ও জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ মহানগর ও জেলা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের সকল কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ ১০ জন করে নেতাকর্মী উপস্থিত আছেন। বিকেলে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ব্যারিস্টার রুমিন বলেন, ‘ যদি ন্যূনতম সুষ্ঠু ভোট হয়, তাহলে বিএনপি টু থার্ড মেজোরোটি নিয়ে সংসদে যাবে। কিন্তু সেটার জন্য আমাদের অহংকারী হওয়া যাবে না। আমাদের লড়াইয়ের মধ্যে থাকতে হবে। আপনারাই আপনার এলাকার বিএনপি। ৩১ দফা নিজেরা আত্মস্থ করার মাধ্যমে তা জনগণের কাছে উপস্থাপন করে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করতে নেতাদের জন্য এই এই আয়োজন। আপনারা এখান থেকে গিয়ে সবার কাছে ৩১ দফার দাওয়াত পৌঁছে দিবেন।

এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি দেশে নির্বাচনে জিততে পারে এমন সম্ভাবনাময় দলকে ব্যবসায়ীরা সহযোগিতা করে থাকে। এটি যুগে যুগে হয়ে আসছে। কিন্তু এনসিপি কি রাষ্ট্র পরিচালনায় আছে কিংবা আগামীতেও এমন অবস্থায় আছে, তারপরও রাষ্ট্র পরিচালনায় না থাকা সত্বেও ব্যবসায়ীদের সহযোগিতা কি ঈঙ্গিত করে। এজন্য আগামী দিনগুলো বিএনপির জন্য আরো কঠিন। এসময় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পতন ঘটানো হয়েছে। একইভাবে ঐক্যবদ্ধ থেকে নির্বাচিত সরকার পর্যন্ত আন্দোলন চলমান রাখতে হবে।