অনলাইন ডেস্ক :
‘কি যে একটা সমস্যায় আছি। বিয়ে করেছি; দ্বিতীয় বিয়ে। হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ তো আর করি নাই। নতুন বউয়ের সাথে হাসি-খুশি ছবি দিলে কমেন্ট করতেসে- এত নির্লজ্জ কেন আপনি? দ্বিতীয় বিয়ে করছেন আবার বউয়ের সঙ্গে ছবি দেন!’ দ্বিতীয় বিয়ের পর এমনই বিড়ম্বনায় পড়েছেন জানিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা নিলয়। একা ছবি দিয়েও ট্রলের শিকার হয়েছেন উল্লেখ করে নিলয় লিখেছেন: ‘বিড়ালের সাথে ছবি দিলাম সেটাও সমস্যা। এক হাজারের উপরে ছবি তুলেছি। গালি খাওয়ার ভয়ে পোস্ট করতে পারছি না।’ চলতি মাসে নিলয়ের বিয়ের খবর প্রকাশ্যে আসে। তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেছেন এই অভিনেতা। এরপরই মূলত নেটিজেনরা তাকে নিয়ে নানান রকম মন্তব্য করেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই স্ট্যাটাসটি দিয়েছেন নিলয়। এদিকে এই স্ট্যাটাসের পর তার পাশে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান। তিনি নিলয়ের স্ট্যাটাসটি ফেইসবুক ওয়ালে শেয়ার করে কিছু প্রশ্ন রেখেছেন। লিখেছেন: ‘প্রতিদিন কাউকে না কাউকে হেয়-প্রতিপন্ন করার তাগিদটা কি খুব জরুরি? এটা কি খ্যাতির বিড়ম্বনা নাকি একটা সামাজিক ব্যাধি?’ ২০১২ সালে সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান নিলয় ও মডেল-অভিনেত্রী আনিকা কবীর শখ। ২০১৬ সালের ৭ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
আরও পড়ুন
মেকআপ আর্টিস্টকে বিয়ের খবর ভাইরাল,এখনো হয়নি দাবি তাহসান এর
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
২০২৫ সালে বলিউডের সুনজর যেসব সিনেমায়