অনলাইন ডেস্ক :
টোকিও অলিম্পিকে অ্যাথলেট বাছাই প্রক্রিয়া নিয়ে ফেডারেশনের সমালোচনা করেছিলেন দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল। সেজন্য এক বছর নিষিদ্ধও হতে হয়েছিল। ইসমাইলের জন্য সুখবর হলো, তিন মাস শাস্তিভোগের পর অভিযোগ থেকে মুক্ত হয়েছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। মঙ্গলবার সকালে ফেডারেশন থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি পেয়েছেন তিনি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২ অক্টোবর এক বছরের জন্য সকল কর্মকা- থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছিল। এর ফলে ঘরোয়া ও আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ ছিল না তার। শুরুতে ইসমাইলকে শোকজ দেওয়া হয়েছিল। তার পর করা হয় তদন্ত কমিটি। অবশ্য শাস্তির বিপক্ষে আপিলের পরই তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইসমাইলও ভীষণ খুশি। বলেছেন, ‘এতোদিন যন্ত্রণার মধ্যে ছিলাম। এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় অনেক ভালো লাগছে। সামনে জাতীয় অ্যাথলেটিকস আছে। এর জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ভালো করতে পারবো।’
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ