July 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 22nd, 2025, 1:26 pm

নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু, ২০ জনের মরদেহ হস্তান্তর

সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. সায়েদুর রহমান/ ছবি: সংগৃহীত

 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। এর মধ্যে ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

জানা গেছে, শিশুদের বাইরে নিহত দুইজনের একজন হলেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদ সাগর। আরেকজন হলেন ওই কলেজের শিক্ষক মাহরিন চৌধুরী (৪২)। যিনি জীবনের ঝুঁকি নিয়ে অন্তত ২০ জন শিশু শিক্ষার্থীকে বাঁচিয়েছিলেন।

ডা. সায়েদুর রহমান বলেন, এখন পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা অব্যাহতভাবে চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও জানান, দুর্ঘটনার শিকারদের মধ্যে অনেক শিশু রয়েছে, যাদের বয়স ১২ বছরের নিচে। তাদের বেশির ভাগেরই শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের বাঁচিয়ে রাখার।

এনএনবাংলা/আরএম