January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 6th, 2022, 7:37 pm

নিয়ম ভেঙে জরিমানা দিলেন আল্লু অর্জুন

অনলাইন ডেস্ক :

‘ঝুঁকেগা নেহি’ বলে পর্দা যতই কাঁপানো হোক, বাস্তবে কিন্তু তা সম্ভব নয়। সেটা নিজেও টের পেলেন ‘পুষ্পারাজ’ ছবির নায়ক আল্লু অর্জুন। নিয়ম ভাঙার মাশুল তাকে দিতেই হলো। সম্প্রতি আল্লু অর্জুনকে নিজের গাড়ি রেঞ্জ রোভার লাক্সারি এসইউভিতে কালো রঙের কাচ ব্যবহারের জন্য জরিমানা করেছে পুলিশ। ভারতের হায়দরাবাদ পুলিশের হাতে ধরা খেয়ে ৭০০ টাকা জরিমানা গুনতে হয়েছে দক্ষিণী এই সুপারস্টারকে। এর আগে বেশ কয়েকদিন ধরে আল্লুর গাড়িকে নজরে রেখেছিল পুলিশ। মূলত, ভারতে গাড়ির জানালায় কালো কাচ ব্যবহার নিষিদ্ধ। কাচের আড়ালে যাতে কোনো অনৈতিক কাজ কেউ করতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা। কিন্তু দেখা যায়, এই নিষেধাজ্ঞা ভেঙে অনেক তারকাই তাদের গাড়ির জানালায় কালো কাচ ব্যবহার করে। তাদের যুক্তি, এই কাচ থাকলে গাড়ির ভেতরে কে রয়েছে তা বোঝা যায় না। ফলে ভক্তদের হঠাৎ ঝামেলা থেকে রক্ষা পাওয়া যায়। এ ছাড়া কালো কাচ তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কিন্তু এসব কোনো যুক্তিই পুলিশের কাছে খাটেনি। যেমনটি হয়েছে আল্লু অর্জুনের বেলায়। সূত্র: এবিপি নিউজ, আনন্দবাজার