December 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 8th, 2025, 6:47 pm

নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেজার নিকট জমির কাগজ হস্তান্তর

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) স্থাপনের লক্ষ্যে ১০৬.০৬ একর জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে ঢেলাপীড় এলাকায় বেজা কর্তৃপক্ষের হাতে জমির কাগজপত্র বুঝিয়ে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মলি আক্তার, সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম এবং বেজার সহকারী পরিচালক মির্জা আবুজর শুভ।

জেলা প্রশাসন সূত্র জানায়, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য ২০১৬ সালেই ১০৬.০৬ একর জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়েছিল। দীর্ঘ প্রক্রিয়া শেষে অবশেষে জমিটি বেজার কাছে হস্তান্তর করা হলো। এখন থেকে জমির উন্নয়ন এবং শিল্পায়ন-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা করবে বেজা।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম জানান, নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাদিখোল এলাকায় এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। খুব দ্রুতই বেজা সেখানে কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে।

এই অর্থনৈতিক অঞ্চল স্থাপন হলে জেলায় শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।