December 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 9th, 2025, 6:48 pm

নীলফামারীতে আওয়ামী লীগ নেতার দাপটে সড়ক সংস্কারের কাজ বন্ধ

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও তার পরিবারের দখলে থাকা সড়কের জমি উদ্ধারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। অভিযোগ রয়েছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা একটি গুরুত্বপূর্ণ সড়কের প্রায় ৬০ মিটার অংশ জোরপূর্বক দখল করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। সড়ক দখলের কারণে সম্প্রসারণ ও সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ডোমার পৌরশহরের ডিবি মোড় থেকে চান্দিনাপাড়া মোড় পর্যন্ত সড়কের দুই ধারে কয়েকশ মানুষ ‘ভুক্তভোগী সাধারণ জনগণ’ ব্যানারে একঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, ১৫৫ মিটার দৈর্ঘ্য ও ১৩ ফুট প্রস্থের এই সড়কটি ডোমার পৌর এলাকা ছাড়াও আশপাশের কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষের প্রধান চলাচলের পথ। সড়কটি ব্যবহার করে একটি কলেজ, তিনটি মাধ্যমিক বিদ্যালয়, পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশটি মাদ্রাসা ও একটি সরকারি ক্লিনিকসহ নানা প্রতিষ্ঠানে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডোমারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করে সড়কের প্রায় ৬০ মিটার জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেছেন। এতে সড়কটি সংকীর্ণ হয়ে জনদুর্ভোগ বাড়ছে।

এদিকে ডোমার পৌরসভা সম্প্রতি সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে কাজ শুরু করলেও দখলকৃত অংশের কারণে পুরো কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

এলাকাবাসীর দাবি—দ্রুত আইনি উদ্যোগ নিয়ে দখলমুক্ত করে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণ কাজ পুনরায় শুরু করতে হবে। তা না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে একই দাবিতে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান। বক্তব্য রাখেন ব্যবসায়ী আনোয়ার হোসেন, সোহেল রানা, হামিদুল ইসলাম, ওলিয়ার রহমান, আনিছুর রহমান, মো. রতন, সাজু ইসলাম, সাবেক ইউপি সদস্য সুমন ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।