December 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 9th, 2025, 6:50 pm

নীলফামারীতে আন্তর্জাতি​ক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি:

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) নীলফামারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে র‌্যালি, মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করে।

সকালে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, দুপ্রক সভাপতি প্রফেসর ওবায়দুল আনোয়ার, সনাক সভাপতি আকতারুল আলম, শিক্ষার্থী সাখাওয়াত হোসেন এবং টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সমাজ থেকে দুর্নীতি কমাতে হলে দুর্নীতিবাজদের প্রকাশ্যে ঘুষখোর বলতে হবে এবং দুর্নীতিকে ঘৃণা করার মানসিকতা তৈরি করতে হবে। তিনি আরও বলেন, শুধু একটি দিন নয়—বরং সারাবছর দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ও সচেতন থেকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। নতুন বাংলাদেশের অন্যতম অঙ্গীকার হবে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন।