November 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 2nd, 2025, 8:29 pm

নীলফামারীতে চলাচলের রাস্তায় টয়লেট নির্মাণ, পথচারীদের দুর্ভোগ

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার উত্তর আরাজী চড়াইখোলা দারোয়ানী মেলা সৈয়দবাড়ী এলাকায় স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জনসাধারণের যাতায়াতের রাস্তায় অবৈধভাবে টয়লেট নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে এলাকাবাসীসহ স্কুল–কলেজের শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়েছে।

অভিযোগে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা সৈয়দ রাশিদুল ইসলাম (৩৫) লিখিতভাবে জানিয়েছেন— প্রতিবেশী সৈয়দ সাইফুল ইসলাম, সৈয়দ সায়েম ইসলাম, সৈয়দ সোহেল ইসলাম, সৈয়দ সোহাগ ইসলাম, মোছাঃ রতনা আক্তার, মোছাঃ সাবেদা বেগম ও মোছাঃ মাসুদা আক্তার যৌথভাবে স্থানীয় রাস্তাটি দখল করে টয়লেট নির্মাণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন নগর দারোয়ানী স্কুল অ্যান্ড কলেজ, নিউ মিলেনিয়াম কিন্ডারগার্টেন এবং আল-হেরা নূরানী মাদরাসার শত শত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক চলাচল করেন। টয়লেট নির্মাণের কারণে শুধু দুর্গন্ধ নয়, বরং চলাচলও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

অভিযোগকারী সৈয়দ রাশিদুল ইসলাম বলেন, “আমি বিষয়টি নিয়ে বিবাদীদের সঙ্গে কথা বললে তারা অশালীন ভাষায় গালিগালাজ করে এবং দা, বটি, লাঠি নিয়ে আমাকে ও আমার পরিবারকে মারধরের হুমকি দেয়। এমনকি প্রশাসনের কাছে অভিযোগ করলে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর ভয় দেখায়।”

তিনি আরও জানান, তাঁর ভাই সৈয়দ রবিউল ইসলাম ও স্ত্রী মোছাঃ নুরি আক্তারসহ স্থানীয় অনেকেই এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী।

এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি দ্রুত অবৈধ স্থাপনা অপসারণ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন,

“ওই এলাকা থেকে সৈয়দ রাশিদুল ইসলাম নামে একজন আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”