December 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 6th, 2025, 7:11 pm

নীলফামারীতে রেডক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা: নতুন কমিটি ঘোষণা

নীলফামারী প্রতিনিধি:

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের বিশেষ সাধারণ সভা শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ইউনিট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য সাত সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রেডক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এর আগে ইউনিটের আহ্বায়ক কমিটির সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হক প্রধান বাচ্চু, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সোহেল পারভেজ এবং জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আজীবন সদস্য মারুফ খান।

এরপর প্রধান নির্বাচন কমিশনার ও নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন—

বজলুল করিম চৌধুরী (সহ-সভাপতি), মীর সেলিম ফারুক (সাধারণ সম্পাদক), সৈয়দ মেহেদী হাসান আশিক, আলিফ সিদ্দিকী প্রান্তর, অধ্যাপক সেতারা সুলতানা চৌধুরী, মোস্তফা হক প্রধান বাচ্চু ও অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো (কার্যনির্বাহী সদস্য)।

সকালে সাড়ে এগারটায় জাতীয় পতাকা ও রেডক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে মৃত্যুবরণকারী আজীবন সদস্যের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, রেডক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবন উন্নয়ন ও বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি নিবেদিতভাবে কাজ করে জেলার মানবিক সেবায় অবদান রাখবে। প্রশাসনও সার্বিকভাবে সহযোগিতা করবে।

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী এবং আজীবন সদস্য আতাউর রহমান মুকুল।