November 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 1st, 2025, 7:44 pm

নীলফামারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

 

নীলফামারী প্রতিনিধি:

“সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে আজ পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৪।

শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব জ্যোতি বিকাশ চন্দ্র। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

বক্তারা বলেন, সমবায় আন্দোলন হচ্ছে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক উন্নয়নের অন্যতম হাতিয়ার। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমবায়ের মূল লক্ষ্য অর্জন সম্ভব।