নীলফামারী প্রতিনিধিঃ
ক্রিকেটকে আরও উন্নীত করার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেয়ারম্যান আসিফ আকবর, রংপুর বিভাগীয় বিসিবি পরিচালক মোঃ হাসানুজ্জামান এবং বিসিবি আম্পায়ার মোঃ সাকির নীলফামারী স্টেডিয়াম ও বড়মাঠ পরিদর্শন শেষে স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় করেন। তরুণ ক্রিকেটারদের স্বপ্ন, প্রয়োজন ও চ্যালেঞ্জগুলো তারা মনোযোগ দিয়ে শোনেন।
পরিদর্শন ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক, বিজ্ঞ কৌশুলি আবু মোহাম্মদ সোয়েম, জেলা ক্রীড়া কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
বিসিবি জেলা কাউন্সিলর হিসেবে নীলফামারীর ক্রিকেটারদের সব দাবি ও প্রয়োজনীয়তা আমি লিখিত দরখাস্তের মাধ্যমে বয়সভিত্তিক চেয়ারম্যান আসিফ আকবরের হাতে তুলে দিই।

আরও পড়ুন
বন্যপ্রাণীর তাণ্ডব! ফসল বাঁচাতে মাঠেই রাত কাটাচ্ছেন কমলগঞ্জের কৃষকরা
জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রার্থী পরির্বতনের দাবিতে গণমিছিল
সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : আমানউল্লাহ আমান