নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম তুহিন। রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নীলফামারী জেলা বিএনপি সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে শাহরিন ইসলাম তুহিনকে পরিচিত করা হচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি আতিয়ার রহমান বাড্ডা ও সাধারণ সম্পাদক নুর আলম। উক্ত সভায় জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল, জেলা বিএনপির সদস্য সোহেল পারভেজ, জেলা বিএনপির সদস্য রেদওয়ানুল হক বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, নীলফামারী জেলা যুবদল নেতা আল নোমান কল্লোলসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন
কুমিল্লা সীমান্ত থেকে এক কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ইয়াবাসহ কালীগঞ্জে গেফতার-২
চিরকুট দিয়ে কালীগঞ্জে হত্যা-গুম-লুটপাট-চাঁদা দাবী ও সন্তানদের হত্যার হুমকি