Saturday, December 27th, 2025, 6:30 pm

নীলফামারী-০২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন খালেদা জিয়ার ভাগ্নে

নীলফামারী প্রতিনিধিঃ

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নীলফামারী-০২ (সদর) সংসদীয় আসন থেকে তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা নির্বাচন অফিস থেকে জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুল কবীর সরকারের কাছ থেকে তার হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ জানান, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করা হবে। এ সময় প্রকৌশলী তুহিন নিজেই উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

উল্লেখ্য, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।