বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর ঢাকার কাকরাইলে হামলার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রামপটি এলাকার মহাসড়কের যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন বাবুগঞ্জ উপজেলার গনঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে মহাসড়কের উভয় লেনে অন্তত ৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা নানা স্লোগান দেন। তারা ‘যে পথে গেছে আপা’, ‘সেই পথে যাবে জাপা’, ‘নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দাবি এখন একটাই, জাপা নিষিদ্ধ চাই’ ইত্যাদি স্লোগান দেন। এসয়ময় বক্তব্য রাখেন, বরিশাল জেলা গনধিকার পরিষদ এর সাংগিঠনিক সম্পাদক মোঃ নুরুল আমিন, বরিশাল জেলা যুব অধিকার পরিষদ সাধারন সম্পাদক রাজন মৃধা, বরিশাল জেলা গন অধিকার পরিষদ জেলা যুগ্ন সাধারণ সম্পাদক আশিক হাওলাদার, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা সাবেক যুগ্ন সদস্য সচিব মোঃ জুয়েল আকন, যুগ্ন সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদ সভাপতি শহিদুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ, যুব অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলার ইয়াসিন আরাফাত।
ছাত্র অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আল আমিন, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফিন ইসলাম নাদিম প্রমুখ। বক্তারা বলেন, ভিপি নুরের ওপর হামলাকারী সব জাতীয় পার্টি ছাত্রলীগ এবং সেনা ও পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় অবিলম্বে আনতে হবে। ভিপি নুরের ওপর হামলা মানে বৈষম্য বিরোধী সব শিক্ষার্থীদের ওপর হামলা। দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া অবরোধ কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলে। এরপর অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বার্তাপ্রেরক\ মোঃ আল-আমিন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
আরও পড়ুন
জমকালো আয়োজন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডে পালিত
সিলেটের ‘সাদা পাথর’ লুটপাট: সিআইডি অনুসন্ধান শুরু, ৫০ জনের সংশ্লিষ্টতা যাচাই
জয়পুরহাটে রেলের সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান