অনলাইন ডেস্ক :
সদ্য প্রয়াত ঢাকাই চলচ্চিত্রের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুম বাবুলের দুই সন্তানের হাতে দুই লাখ টাকা তুলে দেন তিনি। এছাড়াও তাদের পড়ালেখার যাবতীয় ভার তিনি নির্বাহ করবেন বলে জানান। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন মাসুম বাবুল। তার চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন তার পরিবার। ডিপজল বলেন, মাসুম বাবুল তো আমাদের পরম আত্মার লোক। সে আমাদের সবার প্রিয় লোক ছিল। এখন সে নেই তাই তার পরিবারের পাশে দাঁড়ানোটা তো আমাদের নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব থেকেই মাসুম সাহেবের পরিবারের পাশে থাকা। টাকার অঙ্ক ডিপজল না বললেও সেটা জানিয়েছেন জায়েদ খান। তিনি বলেন, সম্প্রতি মাসুম বাবুল ভাইয়ের বাসায় তার পরিবারকে দেখতে আসেন ডিপজল ভাই। এসে মাসুম ভাইয়ের দুই মেয়ের পড়ালেখা ভালোভাবে চালিয়ে যাওয়ার জন্য ২ লাখ টাকা দেন।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত