অনলাইন ডেস্ক :
এই মুহূর্তে ইউরোপের বড় দলগুলোর মধ্যে একমাত্র চেলসিরই সামর্থ্য রয়েছে নেইমারকে কেনার। যদি শেষ পর্যন্ত ব্রাজিল তারকা পিএসজি ছাড়েন, তাহলে তার সম্ভাব্য ঠিকানা ইংলিশ ক্লাবটিতেই হতে পারে। এমনটা হলে নেইমারকে স্বাগত জানাতে প্রস্তুত আছেন দীর্ঘদিনের ব্রাজিলিয়ান সতীর্থ ও বন্ধু থিয়াগো সিলভা। পিএসজিতেও কয়েক মৌসুম এক সঙ্গে খেলেছেন নেইমার-সিলভা। দুই বছর আগে কোচ টমাস টুখেলের সঙ্গে চেলসিতে চলে আসেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এবার নেইমার তাদের সঙ্গে যোগ দিলে সেটা হবে রিইউনিয়ন। সম্প্রতি গ্লোবো’কে দেওয়া সাক্ষাৎকারে থিয়াগো সিলভা বলেন, ‘তার চেলসিতে যাওয়া উচিত। যদি সে পিএসজি ছাড়ে, তাহলে অবশ্যই সেখানে যাওয়া উচিত। নেইমারের দক্ষতা নিয়ে মনে হয় না আমাদের কথা বলতে হবে। এর বাইরে সে আমার দারুণ বন্ধু।’
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম