December 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 13th, 2025, 7:31 pm

নেছারাবাদে আল্লামা সাঈদী ভবনের উদ্বোধন করেন আন্তর্জাতিক ক্বারিবৃন্দ

‎নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

‎পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব স্বামীর সাঈদী নেছারাবাদ উপজেলায় “আল্লামা সাঈদী ভবন”-এর জন্য জায়গা ক্রয় করেন গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার। গতকাল ১২ ডিসেম্বর  সাঈদী ভবনের (প্রস্তাবিত) উদ্বোধন করেন আন্তর্জাতিক কারিবৃন্দ। তারা হলেন- শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী (বাংলাদেশ), ক্বরী আহমাদ আল-জাওহারী (মিশর), ক্বরী মাহদী গুলাম নেযাদ (ইরান), ক্বারী নাযির আসগর (ফিলিপাইন), ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী ক্বদেরী (পাকিস্তান)

‎‎এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহ: সেক্রেটারী ও আসল পরিচালক মাওলানা মোঃ সিদ্দিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর জনাব মোঃ আবুল কালাম, আজাদ, সৌদি আরব প্রবাসী হাফেজ আব্দুস সালাম মাদানী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, উপজেলা সহকারী সেক্রেটারি ও পৌর সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারি মাওলানা মো নিজাম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো সাইদুর রহমান, সমাজকল্যাণ সেক্রেটারি ও মিডিয়া বিভাগের সভাপতি মো গোলাম আযম আসলাম, কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ, সদর ইউনিয়ন সভাপতি মো আসলাম, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন  সভাপতি  আব্দুস সালাম এখন জলাবাড়ি ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান, সমুদয়কাঠী ইউনিয়ন সভাপতি মো আবু হানিফ, গুয়ারেখা ইউনিয়ন সভাপতি মো বাবুল হোসেন মাস্টার, প্রমূখ।

‎উদ্বোধন শেষে ক্বারীগণ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পরিবারবর্গের জন্য দোয়া করেন আন্তর্জাতিক ক্বারি আহমাদ আল-জাওহারী (মিশর)।