ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে গাজায় হামাসের বিভিন্ন স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রায় ১৫৩ টন বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর এএফপি।
সোমবার (২০ অক্টোবর) ইসরায়েলের সংসদ নেসেট-এ বক্তব্য দেওয়ার সময় নেতানিয়াহু বলেন,
“আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাত শান্তির জন্য প্রসারিত।”
তিনি আরও বলেন,
“হামাস দুর্বলদের সঙ্গে নয়, শক্তিশালীদের সঙ্গে শান্তি স্থাপন করুক। আজকের ইসরায়েল আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী।”
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রোববার হামাসের হামলায় তাদের দুই সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের স্থাপনায় বিমান হামলা শুরু করা হয়।
এদিকে, হামাস ইসরায়েলের এই হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
এনএনবাংলা/
আরও পড়ুন
কানাডায় এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে: মার্ক কার্নি
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তাকাইচি
২৪ ঘণ্টা পর গাজায় ত্রাণের প্রবেশ থেকে বাধা তুলে নিলো ইসরায়েল