January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 23rd, 2022, 8:42 pm

নেত্রকোণায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ২৫

নেত্রকোণা সদরের চল্লিশা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নেত্রকোণা ও ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসচালক সবুজ মিয়া ও সুপারভাইজার সুহেল মিয়া।

নেত্রকোণা মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, সোমবার ভোরে চল্লিশা এলাকায় ঢাকাগামী ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে চট্রগ্রামগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসচালক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত সুপারভাইজার সুহেল মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। দুজনের লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন মিয়া জানান, আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, দুর্ঘটনায় নেত্রকোণা ময়মনসিংহ সড়কে যান চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

—ইউএনবি