December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 18th, 2021, 7:45 pm

নেত্রকোনায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

Lightning over field

জেলা প্রতিনিধি:

নেত্রকোনায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। এ বজ্রপাতে আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার (১৮ মে) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি বজ্রপাতে ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী গ্রামের ফজলুর রহমান (৫৫) এবং একই উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের আসন খানের ছেলে বায়েজিদ মিয়া (৪২), মদন উপজেলার দুই কিশোর হাফেজ আতাউর (২০), হাফেজ শরিফ (১৮) ও খালিয়াজুরী উপজেলার জগ্ননাথপুর গ্রামের কৃষক ওসেফ মিয়া (৬৫)।

এ ব্যাপারে জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান জানান, পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দাফনের জন্য দেয়া হবে।