January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 18th, 2022, 7:57 pm

নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরেছে নামিবিয়া

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টিতে যে ছোট দল বড় দল বলে কিছু নেই- সেট যেন প্রমাণ হয়ে যাচ্ছে চলতি বিশ্বকাপে। নেদারল্যান্ডস-নামিবিয়ার মতো দলগুলো দারুণ সব জয় উপহার দিয়ে যাচ্ছে। উদ্বোধনী ম্যাচে এশীয় চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দেওয়া নামিবিয়া আজ ৫ উইকেটে হেরেছে নেদারল্যান্ডসের কাছে। অল-রাউন্ড পারফর্মেন্সে ম্যাচসেরা হয়েছেন বাস ডি লিডস। ভিক্টোরিয়ার জিএমএইচবিএ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১২১ রান তোলে নামিবিয়া। ৪৮ বলে ৪৩ রানের সর্বোচ্চ ইনিংসটি উপহার দেন ইয়ান ফ্রাইলিংক। এ ছাড়া ওপেনার মাইকেল ফন লিনগেন ১৯ বলে ২০, স্টেফান বার্ড ২২ বলে ১৯ রান করেন। শেষদিকে অধিনায়ক গেরহার্ড এরাসমুসের ১৮ বলে ১৬ আর ডেভিড ইজার ৫ বলে ১১* রানে নামিবিয়ার সংগ্রহ একশ ছাড়িয়ে যায়। বল হাতে ১৮ রানে ২ উইকেট নেন বাস ডি লিডস। রান তাড়ায় নেমে ৮.২ ওভারে ৫৯ রানের ওপেনিং জুটি পায় ডাচরা। দুই ওপেনার ম্যাক্স ও’দাউদ ৩৫ বলে ৩৫ আর বিক্রমজিত সিং ৩১ বলে ৩৯ রানের কার্যকর দুটি ইনিংস খেলেন। দ্বিতীয় উইকেটেও আসে ৩৩ রানের জুটি। তিনে নামা বাস ডি লিডস ৩০ বলে অপরাজিত ৩০* রান করেন। পরবর্তী ৯ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে নেদারল্যান্ডস একটু চাপে পড়ে যায়। কিন্তু ডি লিডস আর টিম প্রিঙ্গলের ১৭ বলে ২০* রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩ বল হাতে রেখে জিতে যায় নেদারল্যান্ডস।