October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 16th, 2022, 7:38 pm

নেদারল্যান্ডসের বিপক্ষে নেই নবী

অনলাইন ডেস্ক :

তরুণ খেলোয়াড়দেরকে সুযোগ করে দেওয়ার লক্ষ্যে নেদারল্যান্ডস সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী। এ ছাড়া তরুণ পেসার নাভিন-উল-হক আপাতত ওয়ানডে ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। নাভিনের কারণটা অবশ্য ভিন্ন। চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওয়ানডে থেকে দূরে থাকবেন তিনি। তাই নবী-নাভিনকে ছাড়াই নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। হাশমতুল্লাহ শাহিদির নেতৃত্বে এ দলে জায়গা হয়েছে চার নবাগতের। এ ছাড়া দলে ফেরানো হয়েছে গত জানুয়ারিতে একটি ওয়ানডে খেলা আজমতউল্লাহ ওমরজাইকে। আগামী ২১ জানুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজটি। পরের দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ জানুয়ারি। সবগুলো ম্যাচের ভেন্যু দোহা।
একনজরে আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড:
আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, রশিদ খান, রিয়াজ হাসান, সেলিম সাফি, শহিদুল্লাহ কামাল, শরাফউদ্দিন আশরাফ, উসমান গনি, ইয়ামিন আহমদজাই।