এপি, নেদারল্যান্ডস :
নেদারল্যান্ডসের বন্দর নগরী রটারডামের একটি অ্যাপার্টমেন্ট ও হাসপাতালে বৃহস্পতিবার বুলেটপ্রুফ ভেস্ট পরিহিত বন্দুকধারীর গুলিতে ১৪ বছর বয়সী এক কিশোরীসহ ৩ জন নিহত হয়েছেন।
গোলাগুলির ঘটনায় রটারডামের ইরাসমাস মেডিকেল সেন্টার থেকে রোগী ও চিকিৎসকরা দ্রুত বেরিয়ে যান এবং যাদের মধ্যে কয়েকজনকে বিছানায় করে ভবন থেকে বের করে আনা হয়। অন্যরা তাদের অবস্থান দেখানোর জন্য জানালায় হাতের মাধ্যমে সংকেত দেখিয়ে যাচ্ছিলেন।
পুলিশ প্রধান ফ্রেড ওয়েস্টারবেক সাংবাদিকদের বলেন, হামলাকারী রটারডামের ৩২ বছর বয়সী এক শিক্ষার্থী। তাকে একটি আগ্নেয়াস্ত্রসহ হাসপাতালে আটক করা হয়। তার পরিচয় প্রকাশ করা হয়নি এবং গুলি চালানোর কারণ এখনও তদন্তাধীন রয়েছে।
পুলিশ প্রধান বলেন, সন্দেহভাজন ব্যক্তির বাড়ির নিকটবর্তী একটি অ্যাপার্টমেন্টে তিনি প্রথমে ৩৯ বছর বয়সী এক নারীকে গুলি করে হত্যা করেন এবং তার ১৪ বছর বয়সী মেয়েকে গুরুতর আহত করেন। পরে মেয়েটি মারা যায়।
পুলিশ জানায়, বন্দুকধারী তখন নিকটবর্তী ইরাসমাস মেডিকেল সেন্টারে যান, যেখানে তিনি ৪৩ বছর বয়সী এক শিক্ষককে গুলি করে হত্যা করেন। এছাড়া, তিনি উভয়স্থানে গুলি চালিয়েছেন।
আরও পড়ুন
তৃতীয় দফায় যে দেশের মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন-তেহরান
কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৯