January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 6th, 2021, 7:47 pm

নেদারল্যান্ডসে করোনার বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ

অনলাইন ডেস্ক :

নেদারল্যান্ডসের আমস্টারডামে করোনার কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলন করেছে হাজারো মানুষ। রোববার শহরের ড্যাম স্কোয়ারে স্থানীয় সময় সকাল ১১টায় জড়ো হন বিক্ষোভকারীরা। পদযাত্রা শুরুর আগে সমাবেশ হয়। এরপর ১২টায় পদযাত্রা শুরু হয়। সেখানে ভ্যাকসিন সার্টিফিকেটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। দেশটিতে এরইমধ্যে করোনার বেশিরভাগ বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে স্কুলের বাইরে সামাজিক দূরত্ব মানার নিয়ম রয়েছে। নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে, দেশটির ১৮ বছরের উপরের ৭৫ শতাংশ মানুষকে এরইমধ্যে দুই ডোজ টিকা দেয়া হয়েছে। গত দুই সপ্তাহ ধরেই সেখানে সংক্রমণের হার স্থিতিশীল। এদিকে, বিশ্বে করোনায় মৃত্যু ৪৫ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে। শনাক্ত ২২ কোটি ১৫ লাখের বেশি।