January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 31st, 2024, 8:03 pm

নেপালেও দেখা যাবে শাকিবের ‘দরদ’

অনলাইন ডেস্ক :

অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ ছবি বাংলা ভাষার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগুসহ ছয়টি ভাষায় মুক্তি পাবে। শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত ছবিটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এখন চলছে পোস্ট-প্রডাকশনের কাজ, থেমে নেই প্রচারণাও। শাকিব খানের জন্মদিন উপলক্ষে ২৮ মার্চ দুবাইয়ে ছবিটির জোর প্রচারণা করেছেন মামুন। এবার পরিচালক জানালেন, বিশ্বের অনেক দেশের সঙ্গে একই দিনে নেপালেও ছবিটি মুক্তি দেবেন। এরই মধ্যে দেশটিতে প্রচারণার পরিকল্পনা হাতে নিয়েছেন।

১২ এপ্রিল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে নেপালে। মামুন বলেন, ‘বাংলা সিনেমার বাজার সারা বিশ্বে তৈরি করতে চাই। একসময় নেপালের সঙ্গে বাংলাদেশ যৌথভাবে ছবি নির্মাণ করেছে। সেই ছবি বাংলাদেশের পাশাপাশি নেপালেও দারুণ জনপ্রিয় হয়েছে। আমি সেই দিন ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখনো নেপালে বাংলা সিনেমার দর্শক আছে। তাদের কথা ভেবেই ছবিটি সেখানে মুক্তি দিতে যাচ্ছি।’